পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
পাইকগাছা প্রতিনিধি
জায়গা জমি ও গাছ নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছার সীমান্তবর্তী আশাশুনির দরগাহপুর গ্রামে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, দরগাহপুর গ্রামের আলহাজ্ব আমির আলীর ছেলে ফিরোজ আহম্মেদ (৫০) গংদের সাথে প্রতিবেশী ডাঃ রুহুল আজাদ গংদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
এরই জের ধরে ফিরোজ আহম্মেদের বসতবাড়ীর একটি গাছ নিয়ে ঘটনার দিন রোববার সকালে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ফিরোজ আহম্মেদ দম্পত্তির উপর হামলা করে। এতে ফিরোজ ও তার স্ত্রী জাহিদা বেগম (৪২) গুরুতর আহত হয়। আহত দম্পত্তি বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে আশাশুনি থানায় অভিযোগ করা হয়েছে বলে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদা বেগম জানান।