পাইকগাছায় পানির প্লান্ট ও পুকুর সংস্কার কাজ পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এআরও পানির প্লান্ট ও পুকুর সংস্কার কাজ পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ। পলী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা’র নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এসএম ওয়াহিদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ রোববার সকালে উপজেলার গদাইপুর পুকুর সংস্কার কাজ ও পরে পৌর সদরে নবনির্মিত রিভার্স অসমোসিস পানির প্লান্ট (এআরও) পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, সিসিটি অরুণ ঢালী ও শহিদুল ইসলাম।
উলেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় উপজেলার গদাইপুরে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের পুকুর ও ৩২ লাখ ব্যয়ে পৌর সদরের স্মৃতি সৌধ সংলগ্ন এলাকায় এআরও পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। এ দুটি উৎসের মাধ্যমে প্রতিদিন এলাকার ১ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা পাবে। এআরও প্লান্টটি ডিজিটাল সিস্টেম করা হয়েছে। ব্যাংকের এটিএম বুথের ন্যায় ইলেকট্রিক সিস্টেম চালু করা হয়েছে। যে কোন ব্যক্তি কার্ড ও কয়েন ব্যবহার করার মাধ্যমে এআরও প্লান্ট থেকে পানি সংগ্রহ করতে পারবে।