পাইকগাছায় পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার এক ব্যবসায়ী প্রধান শিক্ষকের নিকট থেকে ১৫ লাখ টাকা নিয়ে পরিশোধ না করে তালবাহানা করছে বলে অভিযোগে উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন ব্যবসায়ী অমিত ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
মামলা সূত্রে জানাগেছে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন গোপালপুর স্কুলে চাকুরি করা কালীন সময়ে অত্র এলাকার মৃত অমরেন্দ্র নাথ ঘোষের ছেলে ব্যবসায়ী অমিত ঘোষের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে অমিত তার ব্যবসায়ীক প্রয়োজনে মিলিজিয়াসমিনের নিকট থেকে বিভিন্ন সময়ে আর্থিক লেনদেন করেন। লেনদেনের সূত্র ধরে অমিত প্রধান শিক্ষকের নিকট বিশ্বাস এবং আস্থা অর্জন করেন। বিশ্বাসের সুযোগ নিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে অমিত নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার শর্তে নিজ নামীয় কৃষি ব্যাংক পাইকগাছা শাখার সমপরিমান টাকার চেক প্রদান সাপেক্ষে মিলিজিয়াসমিনের নিকট থেকে ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ না করায় মিলিজিয়াসমিন গত ০৪/০৮/২০১৯ ইং তারিখে অমিতের প্রদান করা চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের জমা দিলে হিসাবের বিপরীতে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে ০৫/০৮/২০১৯ ইং তারিখে মিলিজিয়াসমিন আইনজীবীর মাধ্যমে অমিতকে লিগ্যাল নোটিশ প্রদান করে। নোটিশের সঠিক জবাব প্রদান না করায় মিলিজিয়াসমিন অমিতের সাথে দেখা করে টাকা চাইলে অমিত টাকা দিতে অস্বীকার করে। পরে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মিলিজিয়াসমিন ব্যবসায়ী অমিতের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬/০৮/২০১৯ ইং তারিখে মামলা করে। মামলা বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়েছেন বলে আইনজীবী আব্দুল মজিদ জানিয়েছেন। পাওনা টাকা আদায় সহ অমিতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।