January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

পাইকগাছায় পল্লী চিকিৎসকদের সাথে আ’লীগ নেতা ডাঃ শেখ শেখ শহীদ উল্লাহ’র মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে ২০ শে মার্চ শনিবার গড়ইখালি বাজার সাইক্লোন সেন্টারে খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ মোঃ শেখ শহীদ উল্লাহ অত্র ইউনিয়নের পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহুল আমীন গাজীর পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন। উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমীন গাজী,পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মানস কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনাকালে ডাঃ শহীদ উল্লাহ বলেন, নৌকা বিজয়ী হলে দেশ ও জনগনের সার্বিক উন্নয়ন সাধিত হয়। তাই উন্নয়নের স্বার্থে আগামী ১১ই এপ্রিল সকলের নিকট নৌকার ভোট প্রার্থনা করেন।
চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন গাজী বলেন বিগত সময়ে দায়িত্ব পালন কালে আমি অত্র ইউনিয়নের জনগনের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম।এবং সারাজীবন গড়ইখালি বাজার সার্বিক সমস্যা সমাধানে নিজেকে নিয়োজিত রাখব।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *