January 13, 2025
আঞ্চলিক

পাইকগাছায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

 

 

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে দেশ ও জাাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির কারনে বুধবার সকাল ৮টায় পৌর সদরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় গড়ইখালী আলমশাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। নামাজ শেষে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি বাবু। কর্মক্ষেত্রেই ঈদ উদযাপন করেন ইউএনও জুলিয়া সুকায়না। থানা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ইমদাদুল হক শেখ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। অপরদিকে ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বান্দিকাটি আহলে হাদিস জামে মসজিদে মহিলাদের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুপুরে থানার ওসি ইমদাদুল হক শেখ সুধী সমাজের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করেন। সবমিলিয়েই ্উৎসবমুখর পরিবেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *