পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, উপজেলা সমন্বয়কারী আসমা উল হুসনা ও বাস মালিক সমিতির মোঃ আব্দুল গফফার মোড়ল।