পাইকগাছায় নুসরাত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিজেরা করি, ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শনিবার সকালে পৌর সদরের বাতিখালী মন্দিরের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সমিতা ঢালীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, কমরেড শেখ আব্দুল হান্নান, গোলজার আহম্মেদ, আফজাল হোসেন, শংকর মন্ডল, নিজেরা করি বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু ও রাশেদুজ্জামান ফরিদ। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।