পাইকগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল শনিবার সকালে নির্ধারিত এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় ও আইএমইডি’র মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন এবং গণপূর্ত বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও। উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পুরাতন মসজিদের স্থলেই নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ৩ তলা ভবন বিশিষ্ট মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা। ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। নির্মাণ কাজ করছে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান রূপা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।
এদিকে শনিবার সকালে নির্ধারিত এলাকা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রাণালয় ও আইএমইডি’র মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ঠিকাদার শেখ ইবাদত হোসেন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, শেখ জাকারিয়া, শওকত হোসেন, মাওঃ আব্দুল কাদির ও মোয়াজ্জিন অজিয়ার রহমান।
পরিদর্শনকালে মহাপরিচালক আব্দুল মজিদ বলেন, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি অনেক দৃষ্টিনন্দন হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন। এখানে ট্রেনিং ও পার্কিং ব্যবস্থা থাকবে। এটা উপজেলা পরিষদ অভ্যন্তরে নির্ধারণ করার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’কে তিনি ধন্যবাদ জানান।