পাইকগাছায় নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পৌরসভা মাঠস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে উপজেলা ভ‚মি কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভ‚মি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, উত্তরণের সেন্টার ইনচার্জ মাহফুজা খাতুন, সেলিম আহমেদ, ¯েœহেন্দু বিকাশ, মাধবী বিশ্বাস, আশালতা বিশ্বাস, কমলা সরকার, শিক্ষার্থী মুন্নী খাতুন, তনুশ্রী, পূজা মন্ডল, জয়া সরকার, বৈশাখী, মিঠুন মন্ডল, ফাতেমা খাতুন, সুমাইয়া, রুবাই ও পল্লব। অনুরূপভাবে ভ‚মিজ ফাউন্ডেশনের উদ্যোগে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সবিতা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকীর হোসেন লিটন, ইউপি সদস্য জিএম আব্দুস সাত্তার, শিক্ষক এস এম জাহিদুল কবীর, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল কুমার চক্রবর্ত্তী, মনিটরিং অফিসার আব্দুলাহেল হাদী, রোমেছা বেগম, লাবনী খাতুন, দে অজ্ঞন কুমার, মজিদা খাতুন, অর্জুন বিশ^াস, তকব্বরআলী, বিলকিস আক্তার ও রীনা দাস।