পাইকগাছায় নারী বান্ধব ল্যাট্রিন পরিদর্শনে ইউএনও
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সিনিয়র মাদরাসায় নবলোক ও ওয়াটার এইড ওয়াশ প্রকল্প কর্তৃক নির্মিত নারীবান্ধব লেট্রিন, হ্যান্ডওয়াশ সিস্টেম ও সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি নবলোক ওয়াশ প্রকল্পের উন্নয়ন মূলক কার্যক্রমের ভ‚য়শী প্রশংসা করেন। পরে তিনি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রস্তাবিত নারীবান্ধব লেট্রিন স্থাপনের জায়গা নির্ধারণ ও ওয়াশ ফান্ড গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেন।
এছাড়া তিনি বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। এ সময় ইউএনও জুলিয়া সুকায়না বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সেলুব্রিয়াস সেন্টার এন্ড অর্টিজম রি-ফ্রেশমেন্ট কর্নারের যাবতীয় সুবিধা এই ল্যাট্রিনে নিশ্চিত করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আজহার আলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন শেখ ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।