পাইকগাছায় নারীদের প্রশিক্ষণের বিনিময়ে রেড ক্রিসেন্টের নগদ অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচির অধীনে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ১শ’ ৩০ জন নারীকে প্রশিক্ষণের বিনিময়ে নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দেলুটি ইউনিয়নের দারুন মল্লিক ডি এস কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ডিআরএম) ইকরাম এলাহী চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নির্বাহী কমিটির সদস্য এস এম নজরুল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মামুনুর রশীদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট প্রধান আল আমিন শেখসহ যুব রেড ক্রিসেন্ট ও ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপি’র সদস্যবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জীবন ও জীবিকায়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১শ’ ৩০ জন নারীকে ৪ হাজার ৫শ’ টাকা করে সর্বমোট ৫ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া দেলুটি ইউনিয়নের অবশিষ্ট ৪টি ওয়ার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৪শ’ ১৯ জন নারীকে একই অংকের চেক প্রদান করা হবে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সোনালী ব্যাংকের মাধ্যমে এই নগদ অর্থের চেক প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে চেক প্রদানকালে শেখ হারুনুর রশীদ বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রশিক্ষণের বিনিময়ে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে রেড ক্রিসেন্ট সোসাইটির এই কার্যক্রম অব্যাহত থাকবে।