পাইকগাছায় দেড় হাজার শিক্ষার্থীকে ফলজ গাছের চারা প্রদান
পাইকগাছা প্রতিনিধি
“গাছ লাগান, লতা বাঁচান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লবণ অধ্যুষিত পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ১৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ১টি করে ফলজ গাছের চারা প্রদান করা হয়েছে। লতা ইউনিয়ন পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি ও সু-ওয়াশ এশিয়া ২০১৮ এর বাংলাদেশ প্রতিনিধি সনজিত সরকারের পক্ষ থেকে এ সব গাছের চারা প্রদান করা হয়।
তিনি গতকাল রবিবার দিনভর ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। তার ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়ন বাসী ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধারঞ্জন গাইন, লতা সাংস্কৃতিক জোটের সভাপতি শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা প্রকাশ সরকার টুকু, কালিদাশ মন্ডল, নিউ সানের পরিচালক রায় সমীর কুমার, লুসার প্রতিনিধি লুইস রায়, অনিন্দ্য, আকাশ, পার্থ, ইদ্রিস, দেবাশীষ, নিউ সানের লাবু মন্ডল, শিক্ষক আবুল হাসান, নারায়ণ চন্দ্র মন্ডল, সুধাংশু কুমার মন্ডল, সাধুচরণ বিশ্বাস, প্রশান্ত কুমার মন্ডল, মদন মোহন মন্ডল, লিপিকা রায়, স্মৃতি রানী মন্ডল, রীতা সরকার ও বিপ্লব কান্তি সরকার।