January 22, 2025
আঞ্চলিক

পাইকগাছায় দেড় মন জাটকা জব্দ; এতিমদের মাঝে বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার মৎস্য আড়ৎদারী মার্কেট থেকে দেড় মন জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা এলাকার এতিম খানায় বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের মৎস্য আড়ৎদারী মার্কেটে অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় পরিত্যাক্ত অবস্থায় থাকা দেড় মন জাটকা জব্দ করে।

পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *