পাইকগাছায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।
সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন, প্রভাষক ময়নুল ইসলাম, আবু ছাবাহ গাজী ও ইতি বৈরাগী। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক হোসনেয়ারা খানম, কাজী নূর মোহাম্মদ, প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম, রোকনুজ্জামান, আদ্বিত্য মন্ডল, তাপস সরকার, কুসুম কলি সরকার, মুনছুর আলী ও পূর্ণ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষার্থী মনিরা ফারজানা, কামরুন্নাহার মুনমুন, হাবিবা আক্তার ঋতু, দীশা সরকার, তানজিলা পারভীন তম্বী, অনামিকা মন্ডল। বিতর্কের বিষয় ছিল “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবই দুর্নীতির একমাত্র কারণ”। প্রতিযোগিতায় বিপক্ষের শিবসা দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কপোতাক্ষ দলের মনিরা ফারজানা। রচনা প্রতিযোগিতায় কেয়া মনি ১ম, দীশা সরকার ২য় ও মনিরা ফারজানা ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।