পাইকগাছায় দু’বোনকে হত্যার চেষ্টায় চাচা আটক
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কোমল পানীয় সাথে বিষ প্রয়োগ করে আপন দু’বোনকে হত্যার চেষ্টার ঘটনায় চাচা আটক। সোমবার সকালে উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয় হালিম গাজীর দুই মেয়ে, যাদের বয়স ১৬ ও ১২ বছর।
পুলিশ ও হালিম গাজী জানায়, অসৎ উদ্দেশ্যে গজালিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে কামরুল গাজী (২৮) কোমল পানীয় (ফ্রুটিকা) সাথে বিষক্ত জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের দুই বোনকে পান করতে দেয়। কিছুক্ষণ পর দুই বোন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ওসি মোঃ এজাজ শফী জানান, এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।