পাইকগাছায় দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা পৌর সদরের দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সম্মানিত অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কবিতা দাশ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মিরাজুল ইসলাম মিরাজ, মোঃ সাহেব আলী, উদযাপন কমিটির আহবায়ক জগন্নাথ সানা, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, আসলাম পারভেজ। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, সিরাজুল ইসলাম, তপতী মন্ডল, কিরণ চন্দ্র সরদার, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, জেসমিন আক্তার, জিএ রেজা, এমাজ উদ্দীন ও শামছুন্নাহার। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার করা হয়।