পাইকগাছায় তেলাপিয়ার পোনা ও মাছের খাবার বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ \ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি মৎস্য সমিতির অনুকূলে মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি এজাজ শফি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ওসি (তদন্ত) আশরাফুল আলম, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ। অনুষ্ঠানে উপজেলার ৮টি সিআইজি সমিতির অনুকূলে প্রদর্শনী স্থাপনের জন্য ৪০ হাজার মনো সেক্স তেলাপিয়ার পোনা ও ১ হাজার ৬শ কেজি মাছের খাবার বিতরণ করা হয়।