পাইকগাছায় তীব্র ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি; আক্রান্ত হচ্ছে শিশুরা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় তীব্র শীতে শিশুদের মধ্যে ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় শিশুরা এ ধরণের রোগে আক্রান্ত হচ্ছে বলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন।
সূত্রমতে, মাঘ মাসের মাঝামাঝি এসে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। এরপর কয়েক দিন যেতে না যেতেই বাড়তে থাকে শীতের তীব্রতা। গত এক সপ্তাহের ব্যবধানে একদিকে নেমে আসে মৌসুমের সর্বোচ্চ শীত। পাশাপাশি দু’দফা বৃষ্টি হয়। এতে শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। ফলে দেখা দেয় শীত ও ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে ডায়রিয়া, স্বর্দি, কাশি, নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয় শিশুরা। হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়া এবং শীতের সাথে বৃষ্টি হওয়ায় শিশুরা এ ধরণের রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেশি থাকে বলে জানান শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওছার আলী গাজী। তিনি বলেন, যে সব শিশুরা চিকিৎসা নিতে আসছে তাদের বেশিরভাগই ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। এমন আবহাওয়ার মধ্যে ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখতে হবে। গরম কাপড় ও উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। শিশুদের শরীরে যাতে ঘাম না বসে সে দিকে লক্ষ রাখতে হবে। ভেজা পোশাক দ্রæত পরিবর্তন করা সহ বিভিন্ন পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসক।