January 22, 2025
আঞ্চলিক

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মশক নিধন ও পরিচ্ছনতা অভিযান উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মশক নিধন ঔষধ ছিটানো সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে লিফলেট বিতরণ ও পরিষদের বিভিন্ন স্থানে মশক নিধন ঔষধ ছিটানো হয়।

ইউএনও জুলিয়া সুকায়নার নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। অপরদিকে মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ইউএনও জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, অধ্যাপক প্রশান্ত বৈদ্য, রফিকুল ইসলাম, আজম আব্দুল হাকিম, প্রভাষক লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, সুফল মন্ডল, তরুণ কান্তি মন্ডল, আমেনা খাতুন, আবু রাসেল কাগুজী, আছাবুর রহমান শিমুল, সুষ্মিতা রায় ও সাংবাদিক এন ইসলাম সাগর। অনুরূপভাবে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ফসিয়ার রহমান মহিলা কলেজের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, হোসনেয়ারা খানম, প্রভাষক ময়নুল ইসলাম, আবু সাবাহ নূরুজ্জামান, ইতি বৈরাগী, শাপলা খাতুন, কাজী নূর মোহাম্মদ সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *