পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক র্যালী ও আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার গদাইপুরে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মঠবাটি দাখিল মাদরাসার সুপার মাওঃ আমিনুল ইসলাম। বক্তৃতা করেন, শেখ আরিফুর রহমান, মোঃ ইখলাসুর রহমান, রনি মন্ডল, তারক মজুমদার, নাজরিন ও নাজিরুন। র্যালীতে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।