পাইকগাছায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইঞ্জিন চালিত মালবহনকারী ট্রলির চাপায় ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। থানা পুলিশ চালককে আটক ও ট্রলি জব্দ করেছে। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহাবুবর রহমানের ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া ছেলে আল-আমিন হোসেন খালাতো ভাইকে সাথে নিয়ে সাইকেল যোগে পাইকগাছার গজালিয়ায় বোন জামাই ইউনুছ সরদারের বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বড়দল ব্রীজ সংলগ্ন চাঁদখালীর জিরো পয়েন্ট নামকস্থানে পৌছে সাইকেল রেখে তারা রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় চাঁদখালী থেকে আসা মালবহনকারী ইঞ্জিন চালিত ট্রলি আল আমিনকে চাঁপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ বি, এ কে ব্রিক্স এর ট্রলিটি জব্দ করেন এবং চালক সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল গণি খাঁ এর ছেলে জাহাঙ্গীর খানকে আটক করেন।
এ ব্যাপারে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন, ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।