পাইকগাছায় জেলা পরিষদের জায়গার প্রাচীর ভাঙ্গায় দু’পক্ষের মধ্যে বিরোধ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জেলা পরিষদের জায়গায় ৩০ বছরের পূর্বের প্রাচীর ভেঙ্গে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করায় দু’পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার নাছিরপুর গ্রামের এরফান গাজীর নির্মিত প্রাচীর প্রতিবেশী জয়নুদ্দীন গাজীরা ভেঙ্গে দিয়ে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছে। এ কাজে বাঁধা দেওয়ায় জয়নুদ্দীন গাজীদের হামলায় কয়েকজন আহত হয়েছে। এদিকে, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু বিষয়টি জানার পর জেলা পরিষদের জায়গায় নির্মাণ কাজ বন্ধের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন বলে প্রতিপক্ষরা জানায়। অভিযোগে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সকাল ১০টায় জেলা পরিষদের ড্রেনের পাশে এরফান গাজীদের নির্মিত প্রাচীর ভেঙ্গে দেয়া হয়। প্রতিপক্ষ জয়নুদ্দীন গাজী জানান, জেলা পরিষদের জায়গা জয়নুদ্দীন গাজীরাও দখল করছে। আমরা দখল করলে দোষের কি?