পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক ইমরুল ইসলাম ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা। সভায় আগামী ১৭ থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ যথাযথ ভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।