পাইকগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএন জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।