পাইকগাছায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, ডিলার মোঃ রফিকুল ইসলাম, বিশ্বনাথ দাস, গাজী মোহাম্মদ আলী, মোঃ আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, শ্রীকান্ত, রাম প্রমুখ।