পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধুর করুণ মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বিশিষ্ট ঔষদ ব্যবসায়ী অশোক ঘোষের স্ত্রী বুলু রাণী ঘোষ (৫২) দোতলা ছাদের উপর থেকে করুণ মৃত্যু হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের অশোক ঘোষের স্ত্রী সোমবার দুপুরে আড়াইটায় ছাদের দোতলায় কাপড় শুকাতে যেয়ে উপরের দিকে তাকানোর সময় চোখ-মাথা ঘুরে ছাদ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় তিনি মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়। দ্রæত হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়। জানা যায়, তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অশোক ঘোষ হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার কোষাধ্যক্ষ। তার স্ত্রীর মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।