পাইকগাছায় চিংড়ী খামার জবর দখলের হুমকি ও ক্ষতিসাধন করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালত ও থানা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে ভোগ দখলীয় আঁধানিবিড় পদ্ধতির চিংড়ী খামার জবর দখলের হুমকি ও ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষী।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে চিংড়ী চাষী জিএম হাবিবুর রহমান কচুবুনিয়া মৌজায় ৮ বিঘা জমিতে আঁধানিবিড় পদ্ধতির চিংড়ী চাষ করে আসছে। তিনি পূর্ব ইজারা গ্রহীতার নিকট থেকে ইজারা নিয়ে বিগত ২০১৮/১৯ সাল চিংড়ী চাষ করে। পরবর্তীতে ২৬/১২/২০১৯ তারিখে জমির মালিকদের নিকট থেকে ২০২০/২১ সালের জন্য ২ বছর মেয়াদী লীজ ডিড নিয়ে উন্নত পদ্ধতির চিংড়ী চাষ অব্যাহত রাখে। এদিকে একই এলাকার প্রতিপক্ষরা ভোগ দখলীয় চিংড়ী ঘের জবর দখলের হুমকি দিলে হাবিবুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে গত ৮ জানুয়ারী প্রতিপক্ষ গোপালপুর গ্রামের অজেদ দফাদারের ছেলে শাহীন দফাদার ও বৃত্তি গোপালপুর গ্রামের সবুর মোড়লের ছেলে সাঈদ হোসেন ও মৃত শের আলী সানার ছেলে মান্নান সানাকে বিবাদী করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমআর ৯/২০ নং মামলা দায়ের করে। মামলায় আদালত নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখতে থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক থানা পুলিশের এএসআই নাসির উদ্দীন নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ জারি করে। আদালত এবং থানার পুলিশের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা গত শুক্রবার থেকে হাবিবুর রহমানের ভোগ দখলে থাকা চিংড়ী খামার জবর দখলের হুমকি দিচ্ছে এবং চিংড়ী খামারে অনধিকার প্রবেশ করে খামারের ক্ষতিসাধন করা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ চিংড়ী চাষী।