পাইকগাছায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : আটক ৭
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। পুলিশ যুবলীগ নেতা সহ উভয় পক্ষের ৭ জনকে আটক করেছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বয়রা মৌজার একটি চিংড়ি ঘের নিয়ে ঘোষাল গ্রামের শওকত গাজী গংদের সাথে সরল গ্রামের আব্দুল হাকিম গংদের সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার সকালে হাকিম গংদের লোকজন উক্ত চিংড়ি ঘের জবর দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় শওকত গাজীর ছেলে মামুন গাজী বাদী হয়ে শফিকুল ইসলাম (৩৫) সহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং-১৬।
অপর দিকে শামীমা সুলতানা শান্তা বাদী হয়ে মঞ্জুয়ারা সহ ৯ জনের নাম উলে¬খ ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে পাল্টা মামলা করে। যার নং- ১৭। এ ঘটনায় পুলিশ যুবলীগনেতা শফিকুল ইসলাম (৩৫), শেখ আব্দুল হাকিম (৫০), আমিনুল ইসলাম ডাবলু (৩০), গোলাম রব্বানী (৩০), মেহেদী হাসান (২৮), আল-আমিন গাজী (৩০) ও রোজিনা বেগম (২৬) সহ দুই মামলার উভয় পক্ষের ৭জনকে আটক করে। আটককৃতদের আদালতে পাঠানো হয় বলে ওসি আমিনুল ইসলাম বিপ¬ব জানান।