পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্ণিমা মল্লিক (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পূর্ণিমা উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের প্রিন্স মল্লিকের মেয়ে। শনিবার সকাল ১০ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্বামীর পরিবার জানিয়েছে। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় ২৯/১৯ নং অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্তকর্তা জানান।