পাইকগাছায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আলেয়া বেগম (৪৬) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মৃত আলেয়া রাড়–লী আশ্রয়ণ প্রকল্পের মৃত শাজাহানের স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার খুব সকালে প্রতিবেশীরা বসত ঘরের বারান্দায় গলায় ওড়না পেচানো এবং মুখের ওপর কম্বল চাপা অবস্থায় আলেয়া বেগমের মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসি মোঃ এমদাদুল হক শেখের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, আলেয়া বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তাকে কিভাবে হত্যা করা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি বলে থানা পুলিশ জানিয়েছেন।