পাইকগাছায় গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গুজব প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে মতবিনিময়, প্রেস কনফারেন্স ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় থানা চত্ত¡রে মতবিনিময় ও প্রেস কনফারেন্স, ১১টায় জিরোপয়েন্টে পথসভা, ১২ টায় হরিঢালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় এবং বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুরূপ মতবিনিময় সহ বিভিন্ন স্থানে গুজব প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি পালিত হয়।
পৃথক এ কর্মসূচিতে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপী কর্মসূচি তুলে ধরে গুজব বিরোধী বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আছাদুজ্জামান আসাদ, ওসি এমদাদুল হক শেখ, সেকেন্ড অফিসার আবু সাঈদ, হরিঢালী ক্যাম্প ইনচার্জ মহিউদ্দীন, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, আলাউদ্দীন রাজা, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, হবি শেখ, ইউনুস মোড়ল, রাজিব গোলদার, জননী ফাউন্ডেশনের ইমনা আক্তার, জেসমিন আক্তার ও রূপান্তরের পুতুল রজক। পৃথক মতবিনিময় সভায় থানা পুলিশের পক্ষ থেকে ছেলে ধরা সহ কোন ধরণের গুজবে কান না দিতে এবং যে কোন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহŸান জানানো হয়।