পাইকগাছায় গাইনী বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির অধীনে গাইনী বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মনিশংকর মন্ডল।
চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ ইয়াসমিন সুলতানা এ্যানি ও ডাঃ দোলা সাধু। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন, শেখ আরিফুর রহমান, মোঃ ইখলাছুর রহমান, প্রিতম সাহা, উজ্জ্বল মল্লিক, স্বাস্থ্য কর্মী জেসমিন আক্তার ও নাজরিন নাহার। এ সময় ১৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।