পাইকগাছায় গাঁজাসহ আটক ৬
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাতিখালী গ্রামের মৃত সুভাষ ঘরামীর ছেলে রাহুল ঘরামী (২৬), আশুতোষ মন্ডলের ছেলে অপূর্ব মন্ডল (২৭), আজাহার আলীর ছেলে হাফিজ আল জাবির (৩৩), শামছুর রহমানের ছেলে রেজাউল করিম (২৫), মৃত রাজ্জাক সানার ছেলে শাকিল আহম্মেদ (২৬) ও সুকুমার ঢালীর ছেলে ধর্মেন্দ্র সরকার (২৭)।
ওসি এমদাদুল হক শেখ জানান, থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে পৌর সদরের স্মৃতি সৌধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০গ্রাম গাঁজা সহ তাদেরকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং-৩৩, তাং ৩১/০১/১৯ইং।