পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নারায়ণ চন্দ্র দাশ (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নারায়ণ উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকার বাগপাড়া গ্রামের যতিন্দ্রনাথ দাশের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে নারায়ণ নিজ বসতবাড়ীর পাশে বাগানের তেঁতুল গাছের ডালের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। থানার এসআই অখিল রায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠান। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রোগগ্রস্থ হওয়ার কারণে নারায়ণ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।