পাইকগাছায় খ্রীষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে কেন্দ্রীয় খ্রীষ্টান মিশন মাঠে কেক কাটা ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাথলিক খ্রীষ্টান মিশনের সভাপতি আগষ্টিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড় দিনের কেক কাটেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সংসদ সদস্য এ্যাডঃ গেøারিয়া ঝর্ণা সরকার, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রনজু, আসমা আহমেদ, যুবলীগনেতা এসএম শামছুর রহমান, এমএম আজিজুল হাকিম, শেখ জামাল হোসেন, শিকদার আবু হানিফ সোহেল, কবির উদ্দীন সরদার, আব্দুল গফফার মোড়ল, সালাউদ্দীন কাদের, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাসেল, পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও ও অরবিন্দু মন্ডল।