পাইকগাছায় কৃষক সংগঠনের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় বিভিন্ন সিআইজি সংগঠনের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিৎ মন্ডল
উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিন্টু রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার, অরুন কুমার পাল, উত্তম কুমার কুণ্ডু, শাহিনুল ইসলাম, দেবদাশ রায়, প্রকাশ চন্দ্র মন্ডল, মিজানুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, ডিলার মহসিন, পরিবেশক বনি আমিন। প্রকল্পের আওতায় ১৫ লাখ টাকার ১৫টি পাওয়ার ট্রলার ও ৫টি পাওয়ার পাম্প বিতরণ করা হয়।