December 24, 2024
আঞ্চলিক

পাইকগাছায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য ঘর-বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)।

মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সাথে হয় শিলা বৃষ্টি। এ বছর অন্যান্য ঝড়ের তুলনায় মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল অনেক বেশী। ফলে কালবৈশাখীর তান্ডবে পৌরসভা, গদাইপুর, কপিলমুনি, রাড়–লী, চাঁদখালী, লস্কর, সোলাদানা, গড়ইখালী, দেলুটি, লতা ও হরিঢালীসহ উপজেলা বিভিন্ন স্থানে অসংখ্য ঘর-বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের সেড উড়ে ও দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। বিভিন্ন স্থানে বড় বড় গাছ পড়ে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে এবং গাছের ডালপালা পড়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দিনভোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানকে সহায়তা প্রদানের আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *