পাইকগাছায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল) মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে ৫শ কেজি মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অবমুক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা শফিউল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ভ্যাটেনারী সার্জন ডাঃ পার্থ প্রতিম রায়, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর, বিশ্বজিৎ সরদার ও আল-আমিন।