পাইকগাছায় কাঁকড়া চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজার জাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি উপ-প্রকল্পের আওতায় কাঁকড়া চাষীদের আধুনিক প্রযুক্তি কলাকৌশল বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নওয়াবৈকী গণমুখী ফাউন্ডেশন এনজিএফ এর বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রোববার সকালে উপজেলার গদাইপুর নতুন বাজার চত্বরে প্যানেল চেয়ারম্যান ও নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।
প্রশিক্ষক ছিলেন, মোঃ সাব্বির আহমেদ। বক্তব্য রাখেন, সমিতির সম্পাদক প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সরজিত রায়, খাইরুল ইসলাম, রেজাউল ইসলাম, মাহবুবুর রহমান, গোপাল ঘোষ, গোপীনাথ বিশ্বাস, আদিত্য বিশ্বাস, অনুপম বিশ্বাস, মজিবর রহমান ও অনুপম বিশ্বাস। প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।