December 27, 2024
আঞ্চলিক

পাইকগাছায় কমলাপুর মৌখালী বাজার কমিটির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় কমলাপুর মৌখালী বাজার কমিটির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা প্রর্যন্ত উৎসব মুখোর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২০১ এর মধ্যে ১৯৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল হয়। মোঃ জিয়াউর রহমান ১৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ইদ্রীস আলী ৪৯ ও মাহবুবুর রহমান উজ্জ্বল ১১ ভোট পান। মোঃ জোহুর আলী গাজী ১১৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রার্থী নরিম সানা ৭৮ ভোট পান। বিনাপ্রতিদ্বন্দীতায় হাফেজ মঈনউদ্দীন সাধারন সম্পদক, হাফিজুর সানা সহ-সম্পদক, সিরাজুল ইসলাম গাজী কোষাধক্ষ্য, আব্দুল হাকিম সানা সাংগঠনিক সম্পাদক, খলিলুর রহমান ক্রীড়া সম্পাদক, আব্বাস আলী প্রচার সম্পাদক, শহিদুল গাজী দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে চাঁদখালী ইউপি সচিব জি এম আব্বাস উদ্দীন। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন, হাবিবুর রহমান, আবু হায়দার মোল­া ও রকিবুজ্জামান মিনু। নির্বাচন পরিচালনা করেন, সাবেক ইউপি সদস্য ডাঃ মিজানুর রহমান, কামরুল ইসলাম গাইন, এস এম নূরুল ইসলাম, আজিজুল সরদার ও আহসান হাবিব। উপস্থিত ছিলেন, চাঁদখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আহসানুল­াহ, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, এস আই শরিফুল ইসলাম, সাংবাদিক আবুল হাশেম, আশরাফুল ইসলাম সবুজ, এসনেয়ারা খানম, ইউপি সদস্য এস এম ফজলুল হক ও আক্কাজ আলী ঢালী সহ ভোটার বৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *