March 11, 2025
আঞ্চলিক

পাইকগাছায় কথিত কষ্টি পাথরসহ দুই প্রতারক গ্রেফতার

দ: প্রতিবেদক

খুলনায় শিবলিঙ্গ সাদৃশ্যের কিছু অংশ কথিত কষ্টি পাথরসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। গত মঙ্গলবার রাতে খুলনা জেলার পাইকগাছা থানাধীন মালথ গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার র‌্যাব-৬ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয।

গ্রেফতারকৃতরা হলেন- পাইকগাছার মালথ গ্রামের মোঃ নওশের আলীর ছেলে মোঃ জামাল মোড়ল (৫০) ও উত্তর ষোলয়া গ্রামের মৃত-কাছের আলী মজলিশের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল পাইকগাছা থানাধীন মালথ গ্রামের মোঃ জামাল মোড়ল এর বাড়ির সামনে পৌছালে কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও করে তাদের গ্রেফতার করে। এসময় আসামীদের জিজ্ঞাসাবাদে শিব লিঙ্গ সাদৃশ্যের কিছু অংশ কথিত কষ্টি পাথর, ২টি মোবাইল ফোন এবং ৩টি সীমকার্ড উদ্ধার করেন।

র‌্যাব আরও জানায়, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়- তারা পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত শিব লিঙ্গ সাদৃশ্যের কিছু অংশ কষ্টিপাথর নিজ হেফাজতে রাখেন। এ বিষয়ে আসামীদেরকে পাইকগাছা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *