পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আগামী ৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেনের সভাপতিত্বে “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মেডিকেল অফিসার ডাঃ জয়ব্রত ঘোষ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব গাঙ্গুলী, হাবিবুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী তৃণা বাছাড়।