December 23, 2024
আঞ্চলিক

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের এক ডজন প্রার্থী

প্রচারণায় গুরুত্ব পাচ্ছে ফেসবুক

আবুল হাশেম, পাইকগাছা
খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় দাপিয়ে বেড়ালেও মাঠে নেই কোন বিরোধী দল। প্রচার-প্রচারণায় গুরুত্ব পাচ্ছে সামাজিক গণমাধ্যম “ফেসবুক”এ।
জানা গেছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। সকল দলের অংশগ্রহণে গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে এ্যাডঃ স.ম. বাবর আলী (বিএনপি), ভাইস চেয়ারম্যান পদে মাওঃ আবুল কালাম আজাদ (জামায়াত) ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন (জামায়াত) নির্বাচিত হন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের অসংখ্যা প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নের প্রত্যাশায় ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছেন। সর্বমহলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক”এ।
চেয়ারম্যানপদে আ’লীগের উপজেলা আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সাবেক এমএনএ মুক্তিযুদ্ধের সংগঠণ শহীদ এম,এ গফুরের ছেলে ও উপজেলা আ’লীগ সদস্য আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা যুবলীগ আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা আ’লীগ সদস্য শেখ মনিরুল ইসলাম, পৌরসভা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ।
ভাইস চেয়ারম্যান পদে শেখ হারুনার রশিদ হিরু, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, কৃষ্ণপদ মন্ডল, আশরাফুল ইসলাম রাবু, গাজী সাইফুল ইসলাম, কুমারেশ মন্ডল, শেখ ইকবাল হোসেন খোকন, মুজিবুর রহমান সানা, জি,এম, মিজানুর রহমান মিজান, আকরামুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা বেগম, শেখ জুলি ও ময়না বেগম প্রচার-প্রচারণা চালিয়ে চালানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অনুকম্পা পেতে তাদের দারস্ত হচ্ছে। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে অধিকাংশ প্রার্থীরা নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুকে ভরসা করছেন এমনটাই দেখা গেছে। এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় কোন বিরোধী দলের নেতাকর্মীদের মাঠে-ময়দানে দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে গাজী মোহাম্মদ আলী বলেন, দলের দুর্দিনে থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আশা রাখি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর যথাযথ মূল্যায়ন করবেন। আনোয়ার ইকবাল মন্টু বলেন, শহীদ পরিবারের সন্তান ও সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের সন্তান হিসেবে দল আমাকে নৌকা প্রতীকে উপজেলা নির্বাচনে মনোনীত করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *