পাইকগাছায় ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) প্রকল্পের আওতায় ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। মোট ৬ দিন্য ব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন।