পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক এস,এম, আজাদ (২০) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের হালিম সরদারের ছেলে। থানার এস,আই অখিল রায়, এএসআই শেখ পলাশ হোসেন ও সিপাহী হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের উপর থেকে ৭ পিচ ইয়াবা সহ হাতে-নাতে আজাদকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।