পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পৌর সদরের নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে শাখা ব্যব¯’াপক ও এসএভিপি মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মোঃ রুহুল আমীন, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল। বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা আলতাফ হোসেন ও সিনিয়র ফিল্ড অফিসার আসাদুল ইসলাম। ক্যাম্পে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ২০ পুত্র সন্তানকে ফ্রি সুন্নতে খতনা করা হয়।