পাইকগাছায় ইট ভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইট ভাটা মালিক মিথুন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম উপজেলার কাটাখালী কৃষ্ণনগরস্থ তার সরদার ব্রিক্স ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সনাতন পদ্ধতিতে ইট-ভাটা পরিচালনা করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৪ ধারার আওতায় ভাটা মালিক মিথুন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানুনগো মোজাম্মেল হোসেন ও পেশকার সাকিরুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এলাকার অবৈধ সকল ইট ভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।