পাইকগাছায় ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনার পাইকগাছায় ইজিবাইকের চাপায় রেহসান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার আগড়ঘাটা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি পিতার কাছে সিঙ্গাড়া খেতে চাই। পরে পিতা ছেলেকে নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ইজিবাইক চালক পলাতক রয়েছে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।