পাইকগাছায় ইজিবাইকসহ চালক নিখোঁজ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইজিবাইক সহ চালক উত্তম দাশ নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। গত দু’দিনেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। ইজিবাইক সহ তাকে অপহরণ করা হতে পারে ধারণা করছে তার পরিবার। নিখোঁজ উত্তম কুমার দাশ (২৫) উপজেলার রাড়–লী গ্রামের সুনীল চন্দ্র দাশের ছেলে।
তার দুলাভাই বিকাশ চন্দ্র দাশ জানান, আমার শ্যালক উত্তম পেশায় একজন ইজিবাইক চালক। বোয়ালিয়া-বাঁকা ও শালিখা রুটে সে ইজিবাইক চালিয়ে থাকে। ঘটনার দিন শুক্রবার সকাল ১০টার দিকে বোয়ালিয়া মোড় থেকে এক ব্যক্তি তার ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করে নিয়ে যায়। সেই থেকে ইজিবাইক সহ তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার পাইকগাছা থানায় বিকাশ চন্দ্র দাশ বাদী হয়ে জিডি করেছে। যার নং- ৮১৫/১৯, তাং- ১৯/০১/২০১৯ ইং।