January 21, 2025
আঞ্চলিক

পাইকগাছায় ইউপি সদস্যকে মারপিট, থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা টিএম হাসানুজ্জামানকে বহিরাগত দুই ব্যক্তি মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, রোববার বেলা ১২টার দিকে ল²ীখোলাস্থ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক কাজ ও শালিশী বৈঠক শেষ করে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যুর খবর পেয়ে পরিষদ ত্যাগ করেন। এ সময় পরিষদে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান জিএম তাজ উদ্দীন, ইউপি সদস্য হারুণ জমাদ্দার, টিএম হাসানুজ্জামান, অরবিন্দু কুমার, প্রকাশ চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মৎস্য ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটন। চেয়ারম্যান চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে পরিষদে আসেন আলমতলা গ্রামের বাচ্চু সানার ছেলে রিপন সানা ও শরিফুল ইসলাম খোকন সানার ছেলে দিনারুল ইসলাম দিনার। পূর্বের চাঁদার টাকা লেনদেনকে কেন্দ্র করে রিপন ও দিনার পরিষদে এসেই ব্যবসায়ী লিটনকে বেদম মারপিট শুরু করে। এ সময় উপস্থিত সকল ইউপি সদস্যরা মারপিট ঠেকানোর চেষ্টা করে। এরপরও মারপিট বন্ধ না করায় ইউপি সদস্য হাসানুজ্জামান শান্তি শৃংখলা রক্ষার্থে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন এবং পরিষদ অভ্যন্তরে মারপিট না করার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপন ও দিনার ইউপি সদস্য হাসানুজ্জামানকে বেদম মারপিট করে। পরে উপস্থিত লোকজন ইউপি সদস্য হাসানুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ইউপি সদস্য হাসানুজ্জামান বাদী হয়ে রিপন ও দিনারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *